
রাজশাহী জেলায় প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আফিয়া আখতার। ৩ নভেম্বর, রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে রাজশাহীর (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক সরকার অসীম কুমারের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। নবাগত এই জেলা প্রশাসক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
৫ অক্টোবর, মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আফিয়া আখতার বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের যে আত্মত্যাগ, তা জাতি স্মরণ করবে। নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য সবাইকে সচেতন হতে হবে।
তিনি আরো বলেন, আমাদের অনেক সমস্যা রয়েছে, সমস্যাকে সকলের সমন্বয় প্রচেষ্টায় সমাধান করা সম্ভব। তথ্য-উপাত্ত দিয়ে সাংবাদিক সমাজ জেলা প্রশাসনকে সহযোগিতা করবে এবং জেলা প্রশাসক ও সাংবাদিকদের বিভিন্ন তথ্য ও উপাত্ত সাদরে গ্রহণ করবে বলেও আশ্বস্ত করেন।
এসময় সাংবাদিকরা রাজশাহীর যানজট, রাস্তাঘাট দখল, রাস্তার পাশেই অপরিকল্পিতভাবে অবকাঠামো তৈরি, মাদক ও কিশোর গ্যাং এর সমস্যাসহ বিভিন্ন সমস্যার সমাধানের ব্যাপারে তথ্য আদান প্রদান করেন।
রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বিবার্তা/রানা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]