
'শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ' এই প্রতিপাদ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ডিগ্রী কলেজ ও সিংড়া বিহারীলাল মহাবিদ্যালয়সহ বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর, সোমবার সকাল ১১টার দিকে আড়পাড়া ডিগ্রী কলেজ ও সিংড়া বিহারীলাল মহাবিদ্যালয়সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শালিখা উপজেলা ছাত্রদলের আহবায়ক সুজায়েত হোসেন সজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম। এছাড়া উপস্থিত ছিলেন, মাগুরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুন্সি মাহমুদুর রহমান তিতাশ, যুগ্ম সম্পাদক লাভু, সদর থানা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম রাব্বি, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন হাসান সুমন, শালিখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তিতাশ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ পাভেল, যুগ্ম আহবায়ক পরেশ রায়, আড়পাড়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন, ছাত্রদল নেতা ফিরোজ হোসেন মৃধা প্রমুখ।
ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা বিস্তারের জন্য নারী শিক্ষা, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে উপবৃত্তি চালু করেছিলেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যারা অসচ্ছল পরিবার থেকে আসে তাদের জন্য খাদ্যের বিনিময়ে শিক্ষার ব্যবস্থা চালু করেছিলেন। আগামীর ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থীদের ভালোর জন্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদলের অবদান অনেক রয়েছে।
বিবার্তা/মনিরুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]