দৌলতপুরে অস্ত্রের মুখে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ১৬:৫৫
দৌলতপুরে অস্ত্রের মুখে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রের মুখে ‘জিম পোল্ট্রি কমপ্লেক্সে’র মালিক হাজী মো. নূরুল ইসলামের বাড়ির ভেতর থেকে ৫ লক্ষ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়েছে একদল সশস্ত্র ছিনতাইকারী। ২ নভেম্বর, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটে।


পুলিশ জানায়, শনিবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পরিষদ মডেল মসজিদ সংলগ্ন নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসার নগদ ৫ লক্ষ টাকা ব্যাগে ভরে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন হাজী নূরুল ইসলাম ওরফে নুরাল। বাড়ি পৌঁছানো মাত্রই দু’টি মোটরসাইকেল যোগে ৬জন হেলমেট পরা সশস্ত্র ছিনতাইকারীর মধ্যে ৩ জন ছিনতাইকারী বাড়ির ভেতর প্রবেশ করে এবং ৩ জন ছিনতাইকারী বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে। এসময় বাড়ির ভেতর থাকা ৩জন ছিনতাইকারী হাজী নুরুল ইসলামের হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।


টাকার ব্যাগটি দিতে না চাইলে নূরুলের শরীরে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ও মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের সাথে ব্যবসায়ী নূরুল ইসলামের টানাহেঁচড়া ও চিৎকার শুনে তার ছোট মেয়ে ও স্ত্রী ছুটে আসলে স্ত্রীর গলায় থাকা স্বর্ণের একটি চেইন ছিনিয়ে নিয়ে নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করে ছিনতাইকারীরা।


সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দৌলতপুর উপজেলা বাজারের জিম পোল্ট্রি কমপ্লেক্সের মালিক হাজী নুরুল ইসলাম তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করছেন। পরে মেইন গেট আটকাতে গেলে মোটরসাইকেলে চড়ে তিন যুবক ব্যবসায়ীর গেটের ভেতরে প্রবেশ করে পিস্তল, ছুরি বের করে তাকে জাপটে ধরে সিরিঞ্জ দিয়ে ইনজেকশন পুশ করার চেষ্টা করে এবং তার কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এসময় ব্যবসায়ী নুরুল ইসলামের স্ত্রী এগিয়ে আসলে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে ইনজেকশন পুশ করার চেষ্টা করে দুর্বৃত্তরা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় দৌলতপুর উপজেলা বাজারের জিম পোল্ট্রি কমপ্লেক্সের মালিক হাজী নুরুল ইসলাম তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করছেন। পরে মেইন গেট আটকাতে গেলে মোটরসাইকেলে চড়ে তিন যুবক ব্যবসায়ীর গেটের ভেতরে প্রবেশ করে পিস্তল, ছুরি বের করে তাকে জাপটে ধরে সিরিঞ্জ দিয়ে ইনজেকশন পুশ করার চেষ্টা করে এবং তার কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এসময় ব্যবসায়ী নুরুল ইসলামের স্ত্রী এগিয়ে আসলে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে ইনজেকশন পুশ করার চেষ্টা করে দুর্বৃত্তরা।


ঘটনার ব্যাপারে হাজী নুরুল ইসলাম বলেন, রাত নয়টার দিকে তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ির গেটে প্রবেশ করলে পূর্ব থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার বাড়ির গেটে ঢুকে তাকে ও তার বাচ্চা মেয়েকে জিম্মি করে, এ সময় দুর্বৃত্তদের বাড়ি কোথায় নাম কি জানতে চাইলে তারা বলেন রেফাইতপুর। দুর্বৃত্তদের একজন তাকে ও তার স্ত্রীকে সিরিঞ্জ দিয়ে ইনজেকশন পুশ করার চেষ্টা করে এবং নুরুল ইসলামের কাঁধে ঝোলানো ব্যাগে থাকা ৪ লক্ষ ৮৭ হাজার টাকা ও তার স্ত্রীর স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে দাবী ব্যবসায়ীর।


ছিনতাইয়ের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবীর বলেন, উপজেলার বাজারের পাশে লতিফমোড় এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনার খবর শুনে আমি এবং ভেড়ামারা সার্কেল ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। আমাদের একটি টিম কাজ করছে, আশা করছি খুব দ্রুত ছিনতাইয়ের সাথে জড়িত চক্রটিকে আইনের আওতায় আনা সম্ভব হবে।


তবে ছিনতাইয়ের ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি বলে দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে।


উল্লেখ্য, হাজী নূরুল ইসলাম দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের মানিকদিয়াড় গ্রামে মৃত শের আলীর ছেলে।


বিবার্তা/তুহিন/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com