পাবনায় অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ১৬:২৫
পাবনায় অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনার চাটমোহর উপজেলা এলাকা হতে অপহৃত মাদ্রাসা ছাত্র মো. রমজান আলীকে (১৩) উদ্ধার এবং অপহরণকারী মেহেদী হাসান সাগর (২৫) গ্রেফতার করেছে পাবনা র‌্যাব।


৩ নভেম্বর, রবিবার সকালে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।


এ সময় তিনি বলেন, ৩০ অক্টোবর (বুধবার) সকালে পাবনা জেলার চাটমোহর থানাধীন চড়াইকোল দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র মো. রমজান আলী (১৩) আটঘরিয়া থানাধীন তার নানা বাড়ি যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়। ঐদিন সন্ধ্যায় ভিকটিমের পরিবার জানতে পারে রমজান আলী তার নানা বাড়ি যায়নি। পরবর্তীতে রাত আনুমানিক ৭ ঘটিকায় অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের মাকে জানায় নিখোঁজ রমজান আলী তাদের কাছে আছে এবং তাকে ফিরে পেতে হলে ৬০ হাজার টাকা দিতে হবে। টাকা দিতে ব্যর্থ হলে তার সন্তানকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়।


এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা মোছাঃ ময়না খাতুন বাদী হয়ে পরের দিন অর্থাৎ ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) চাটমোহর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন, যার মামলা নং-১৬, তারিখঃ ৩১ অক্টোবর ২০২৪, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৭/৮/৩০। অপহৃত শিশু রমজান আলীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে সিপিসি-২ পাবনা, র‌্যাব-১২।


এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি-২ পাবনা ও সিপিএসসি বগুড়ার একটি যৌথ অভিযানিক দল ২ নভেম্বর (শনিবার) রাত ৮ টার দিকে পাবনা জেলার ভাঙ্গুরা থানাধীন বড়াল ব্রিজ এলাকা হতে অপহৃত ভিকটিম মো. রমজান আলী, পিতাঃ মো. আকমল হোসেন, সাং-চড়াইকোল, উপজেলাঃ চাটমোহর, জেলাঃ পাবনাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার ও আসামি ধরতে সক্ষম হয়।


তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ শিকার করেছে অপহরণকারীরা। অপহরণকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এর সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


উল্লেখ্য, অপহরণকারী মেহেদী হাসান সাগর নওগাঁ জেলার দুবলহাটি গ্রামের মৃত আইনুদ্দিন ছেলে।


বিবার্তা/পলাশ/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com