
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন কারাদণ্ডের পলাতক আসামি স্বপন (৫২) কে গ্রেফতার করেছে র্যাব।
২ নভেম্বর, শনিবার রাতে উপজেলার হোসেনাবাদ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল।
সে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর মন্ডলপাড়া গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে।
স্বপনের বিরুদ্ধে ফিলিপনগর গ্রামের শাজাহান আলী হত্যাসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সশ্রম কারাদন্ড রয়েছেন। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
র্যাব সূত্র জানায়, ফিলিপনগর গ্রামের শাজাহান আলী হত্যাসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পলাতক আসামি মো. স্বপন হোসেনাবাদ বাজারে অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়ার ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়।
এসময় তাকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয় বলে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়ার ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার খন্দকার গোলাম মোর্ত্তুজা প্রেস বিজ্ঞপ্তি সূত্রে নিশ্চিত করেন।
বিবার্তা/শরীফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]