হাইকেয়ার ও লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প ও চিত্রাংকন প্রতিযোগিতা
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ২২:২৫
হাইকেয়ার ও লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প ও চিত্রাংকন প্রতিযোগিতা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান হাইকেয়ার স্কুলে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট 315B1-এর উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


২ নভেম্বর, শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে হাইকেয়ার স্কুলের ক্যাম্পাসে হাইকেয়ার ও লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে এই স্বাস্থ্য ক্যাম্প ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের চোখ পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় সেবা প্রদান করা হয় এবং চোখের স্বাস্থ্য বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় বধির শিশুরা তাদের নিজের মনের ভাবনা রং-তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছে।



অনুষ্ঠানে হাইকেয়ার স্কুল ঢাকার মহাসচিব জনাব তারিকুল ইসলাম খান বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের  বিশেষায়িত শিশুদের জীবনমান উন্নয়নে এগিয়ে আসতে হবে। তিনি বিত্তবানদের  এ ধরনের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, নতুন প্রযুক্তির সাথে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাকে খাপ খাইয়ে আগামী দিনের কর্ম পরিবেশের জন্য প্রস্তুত করে তোলাই হল হাইকেয়ারের মূল লক্ষ্য।


লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট 315B1-এর গভর্নর জনাব আশরাফ হোসেন খান হীরা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও বিশেষায়িত ব্যক্তিবর্গদের নিয়ে আমরা সব সময়ই কাজ করি। আজকের এই আয়োজন আমাদের কার্যক্রমেরই অংশ।


প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার, সনদপত্র ও ১টি করে গাছ উপহার দেয়া হয়।  এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে ১টি করে গাছ ও সনদপত্র প্রদান করা হয়।



হাইকেয়ার স্কুলের অধ্যক্ষ মিসেস রওশন আরা বেগম  বলেন, প্রত্যেক বছরই লায়ন্স ক্লাব আমাদের স্কুলে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে এবং এরই ধারাবাহিকতায় আজকের এ অনুষ্ঠান। তিনি আরও বলেন, যা কিছু ভালো তার সাথে হাইকেয়ার স্কুল সবসময়ই থাকে এবং ভবিষ্যতেও থাকবে। আজকের অনুষ্ঠানের জন্য তিনি লায়ন্স ক্লাবের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন।


অনুষ্ঠানে হাইকেয়ার স্কুলের সকল শিক্ষকবৃন্দ ও হাইকেয়ার  হিয়ারিং সেন্টারের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com