
পলিথিন ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ ঘোষণা করায় কুষ্টিয়ায় অভিযান চালিয়েছে বিশেষ টাস্কফোর্স কমিটি।
১ নভেম্বর, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেট রোকসানা খাতুনের নের্তৃত্বে শহরের পৌর বাজারসহ বেশ কয়েকটি বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে ৫ দোকানদারকে অর্থদণ্ড করা হয়েছে।
এছাড়াও দামের অসংগতি পাওয়ায় এক মুরগি ব্যাবসায়ীকেও অর্থদণ্ড করেন বিশেষ টাস্কফোর্স কমিটি।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা খাতুন বলেন, সরকার কর্তৃক আজ থেকে দেশব্যপী পলিথিন ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ ঘোষনা করায় ও দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
এসময় কুষ্টিয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন মণ্ডলসহ বিশেষ টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরীফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]