
‘দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
১ নভেম্বর, শুক্রবার সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে যুব ভবন মিলনায়তনে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের কুষ্টিয়ার উপপরিচালক মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব উন্নয়নের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। পরে যুব উন্নয়ন থেকে বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনকারী প্রশিক্ষনাথীদেও স্ববলম্বী হতে যুব ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।
এর আগে দিবসটি উপলক্ষ্যে যুব উন্নয়ন অফিস চত্বরে বেলুন উড়িয়ে, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপন কাযক্রম উদ্বোধন করা হয়।
বিবার্তা/শরীফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]