
সাতক্ষীরার তালায় দাদী সখিনা খাতুন (৭০) কে জবাই করে হত্যা করেছে এক নেশাগ্রস্ত পৌত্র।
সখিনা খাতুন তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছগ্রামের মৃত কওছার জোয়ার্দারের স্ত্রী। আর হত্যাকারী মশিয়ার রহমান জোয়ার্দারের পুত্র নেশাগ্রস্থ হানিফ জোয়ার্দার (২৩)। সে স্থানীয় শালিখা কলেজে ডিগ্রিতে অধ্যয়নরত বলে জানা গেছে।
১ নভেম্বর, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে উক্ত ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের লাশ ও হত্যাকারীকে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানায়, সকালে তুচ্ছ ঘটনা নিয়ে দাদীর সাথে ঝগড়া করে নেশাগ্রস্থ হানিফ জোয়ার্দার। এক পর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সে তার দাদী সখিনা খাতুনকে জবাই করে। এ সময় ঘটনাস্থলেই মারা যায় সখিনা খাতুন। বিষয়টি নিশ্চিত করেছেন খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু।
তালা থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক হানিফ জোয়ার্দারকেও আটক করা হয়েছে। প্রাথমিকভাবে সে হত্যার দায় স্বীকার করেছে।
বিবার্তা/সেলিম/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]