
নড়াইলের লোহাগড়ার বীর মুক্তিযোদ্ধা সরদার রেজাউল ইসলাম বাল্লকের (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১নভেম্বর) সকাল ১০টা ইতনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাঠ চত্বরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিঠুন মৈত্র, বীর মুক্তিযোদ্ধা হান্নান, পুলিশ সদস্যসহ স্থানীয় ব্যক্তিবর্গ। পরে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা সরদার রেজাউল ইসলাম বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ইতনা গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
বিবার্তা/শরিফুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]