তালায় সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ২১:২৫
তালায় সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরার তালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ মতবিনিময় সভা করেছেন।


বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল।


প্রধান অতিথি ছিলেন নবাগত সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণু পদ পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন, তালা থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন, পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) মো. মাইনুদ্দীন, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার প্রমুখ।


আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, তালা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, জামায়াত নেতা ডা. মাহমুদুল হক, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, নাংলা মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল্লাহ আল মোতাছিম বিল্লাহ, শিক্ষক রেজাউল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক শেখ ইয়াকুব আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আনোয়ার হোসেনসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও সুধীজনরা বক্তব্য রাখেন।


বিবার্তা/সেলিম/রোমেল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com