৩৫ বছর কর্মজীবন শেষে প্রধান শিক্ষকের আবেগঘন বিদায়
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১৪:৪৫
৩৫ বছর কর্মজীবন শেষে প্রধান শিক্ষকের আবেগঘন বিদায়
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় আয়েশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউল হক এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আবেগঘন এক বিদায়ে রূপ নেয় বিদায়ি সেই শিক্ষকের জন্য সকলের চোখে পানি ছিল।


৩১ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় চত্বরে উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি মো. জিয়ারুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আলী আশরাফ।


এসময় বক্তব্য প্রদান করেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মঞ্জুর কাদের, আয়েশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ বাহা উদ্দিন, গোলাম মোস্তফা, সোহরাব হোসেন খায়রুল ইসলাম, অভিভাক সদস্য মো. আকরাম হোসেন, সহকারী শিক্ষক মো. শামীম রেজা প্রমূখ।


পরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষককে বিভিন্ন শুভেচ্ছা উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।


উল্লেখ্য, বিদায়ী প্রধান শিক্ষক মো. জিয়াউল হক ৩৫ বছর কর্মজীবন শেষে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনার মধ্য দিয়ে অবসর গ্রহণ করেন। কর্মজীবনে তিনি ২০১০ সালে সিংড়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হন এবং শিক্ষামন্ত্রণালয়ের তত্বাবধানে ২০১৭ সালে শিক্ষা সফরে ভারতে ভ্রমন করেন।


বিবার্তা/রাজু/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com