
তালা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত এম.এ. কাশেমের প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সকালে কলেজের হলরুমে এই আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শেখ শফিকুল ইসলাম।
শিক্ষক গাজী নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা কলেজের অধ্যাপক নন্দী দীপংকর, অধ্যাপক আবুল হাসান, অধ্যাপক নিলুফা ইয়াসমিন, অধ্যাপক তরুণ কুমার, সহযোগী অধ্যাপক আনিসুর রহমান, প্রভাষক জাহিদুল ইসলাম, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক রেশমা খাতুন প্রমুখ।
এ সময় প্রয়াত এমএ কাশেমের স্ত্রী-সন্তানসহ স্বজনরা, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/সেলিম/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]