নড়াইলে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৯:০৭
নড়াইলে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইল সদরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।


মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার তুলারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার রাতে ওই তিন ব্যক্তি তুলারামপুর গ্রামের হান্নান মোল্লার বাড়িতে হানা দেয়। এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে ওই বাড়ির লোকজন টের পেয়ে যায়। তখন তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। স্থানীয়দের আসতে দেখে ওই ৩ জন পালানোর চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলে গ্রামবাসী।


তুলারামপুর গ্রামের রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তাদের গ্রামসহ এই এলাকা থেকে একের পর এক গরু চুরির ঘটনা ঘটছে।


বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম। তিনি বলেন, তিন জনকে পিটিয়ে হত্যার খবর পেয়েছি। বিস্তারিত জানতে পারিনি এখনও, আমরা ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে আপনাদের জানাব।


বিবার্তা/শরীফুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com