
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নৃশংস লগি-বৈঠার তাণ্ডবে নির্মমভাবে শাহাদাত বরণকারীদের স্মরণে বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতে ইসলামীর স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর, মঙ্গলবার বিকালে আবু হুরাইরাহ মসজিদ মাঠে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলানা রেজাউল করিম।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা ও গবেষণা সভাপতি অধ্যক্ষ আব্দুল আলীম ও অধ্যাপক শহিদুল ইসলাম।
অনুষ্ঠিত আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য দেন পৌর জামায়াতে ইসলামীর আমীর রফিকুল ইসলাম।
এতে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, মাস্টার মনিরুজ্জামান, জুলাই গণহত্যায় শহীদ মাহফুজুর রহমানের পিতা আব্দুল মান্নান হাওলাদার প্রমুখ বক্তব্য দেন।
বিবার্তা/রাজু/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]