
ঝিনাইদহের শৈলকুপায় ৫ হত্যা মামলায় আলী রেজা ওরফে কালু ও মহসিন আলী নামে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
২৯ অক্টোবর, মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. জাকারীয়াহ এ দণ্ডাদেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৪ ডিসেম্বর শৈলকুপার ত্রিবেনী গ্রামের মাঠে শেখপাড়া গ্রামের শহীদ খা, শাহনেওয়াজ, একই গ্রামের ফারুক, নুরু কানা ও কুষ্টিয়ার ভবানীপুর গ্রামে কটাকে গুলি ও জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পরদিন শৈলকূপা থানায় ৩৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করে। ২০০৫ সালের ১ মার্চ ১৫ জনের নামে পুলিশ আদালতে চার্জশিট প্রদান করেন। এর মধ্যে চারজন মৃত্যুবরণ করেছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২ জনকে যাবজ্জীবন প্রদান করেন। দণ্ড প্রাপ্ত আসামিদের মধ্যে কালু পলাতক রয়েছে।
বিবার্তা/রায়হান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]