
নড়াইলের কালিয়া উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
২৯ অক্টোবর, মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে কৃষি অফিসার কৃষিবিদ ইভা মল্লিকের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুজ্জামান।
এসময় আরো বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি অফিসার এস. এম আবুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু রায়হান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজি, কালিয়া প্রেসক্লাবের সভাপতি শেখ গোলাম মোর্শেদ প্রমুখ।
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক চাষীরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচি প্রণোদনার আওতায় কালিয়ায় ৫ হাজার ৫শত ৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায়ক্রমে এ সকল উপকরণ বিতরণ করা হবে।
বিবার্তা/শরিফুল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]