
নড়াইলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব খাদ্য এং জাতীয় ইঁদুর নিধন দিবস পালিত হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আশেক পারভেজ-এর সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এ সময় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিদ্দীকুর রহমান, খাদ্য নিয়ন্ত্রকর্মকর্তা লায়লা আফরোজ, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) জাহিদুল ইসলাম বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৌরভ দেবনাথ প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরিফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]