
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নতুন যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
১৫ অক্টোবর, মঙ্গলবার বিকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা।
এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান মাসুম, পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গির আলম ফরাজী, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন সামাদ, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ প্রমুখ বক্তব্য দেন।
সভাশেষে নতুন যোগদানকৃত নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করেন সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
বিবার্তা/রাজু/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]