
তালায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে দি সোয়ালোজ ইন ডেনমার্ক ও নেট টু রাইটস এর সহযোগিতায় ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নে র্যালি শেষে খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের হাউজ চার্জ অব বাংলাদেশ এর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজমুন নাহার।
ভূমিজ ফাউন্ডেশনের সুশিল প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা, অন্ত্যজ পরিষদের সভাপতি সরস্বতী দাস, ভূমিজফাউন্ডেশনের উন্নয়স কর্মী স্বপ্না বিশ্বাস ও স্থানীয়দের মধ্যে টুম্পা দাস।
উক্ত অনুষ্ঠানে উপজেলার ফতেপুর ও হাজরাকাটি গ্রামের শতাধিক নারী উপস্থিত ছিলেন।
বিবার্তা/সেলিম/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]