তালায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১৬:০৯
তালায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরার তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১২ টায় তালার উত্তরণ আইডিআরটিতে স্থানীয়ভাবে পরিচালিত ক্রিয়াকলাপ টেকসই জল ও ভূমি ব্যবস্থ্পানা (ল্যান্ডওয়াটার) বিষয়ক প্রকল্পের সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।


প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, প্রাণিসম্পদ অফিসার ডা. শেখ আল মামুন, পানি উন্নয়ন বোর্ডের এসও মো. জাহিরুল ইসলাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার মনোজ কান্তি রায়, সহকারী প্রোগ্রামার মো. রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা অসিত কুমার মন্ডল প্রমুখ।


মাল্টিমিডিয়ার মাধ্যমে সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন উত্তরণ কর্মকর্তা হাসান আব্দুল্লাহ রাফাত।


উক্ত সভায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, উপকারভোগীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/সেলিম/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com