
সুন্দরবন সংলগ্ন শাহারাত এলাকায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১টি ওয়ান শুটার পাইপ গান, ৪ রাউন্ড কার্তুজসহ ১ জনকে আটক করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দীর্ঘদিন যাবত সুন্দরবন সংলগ্ন খুলনা জেলার দাকোপ থানাধীন কামারখোলা ইউনিয়নে শাহারাবাত এলাকায় শাহ আলম শেখ (৫৪) নামক এক দুষ্কৃতকারী অস্ত্র ব্যবহার করে প্রভাব বিস্তার ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
এমন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড নলিয়ান এবং বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে শাহ আলম শেখকে ১টি অবৈধ ওয়ান শুটার পাইপ গান, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ২ রাউন্ড ফাঁকা কার্তুজসহ আটক করে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আটককৃত ব্যক্তিকে জব্দকৃত সকল আলামতসহ দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন।
বিবার্তা/জাহিদ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]