
রাজধানীর বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. এমদাদুল হক হত্যা মামলায় রাকিবুল ইসলাম ওরফে শিশির নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ।
মঙ্গলবার ( ৮ অক্টোবর) রাত নয়টার দিকে উত্তর বাড্ডার ময়নারবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া বিভাগ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তর বাড্ডার এ এম জেড হাসপাতালের সামনে এমদাদুল হককে হত্যা করা হয়। এ ঘটনায় গত ৯ সেপ্টেস্বর বাড্ডা থানায় একটি মামলা হয়।
মামলার এজাহারে বলা হয়, গত ২০ জুলাই সকালে উত্তর বাড্ডার এ এম জেড হাসপাতালের সামনে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও এলোপাথাড়ি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মো. এমদাদুল হক কপালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় করা মামলাটির তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যুবলীগ নেতা মো. রাকিবুল ইসলাম ওরফে শিশিরকে গ্রেফতার করা হয়।
বাড্ডা থানার করা মামলায় গ্রেফতার রাকিবুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]