পঞ্চগড়ের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে
ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ৫
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০৯:১৫
ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ৫
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ের বোদা উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫ জনকে আটক করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের মালকাডাঙ্গা ক্যাম্পের সদস্যরা।


সোমবার (৭ অক্টোবর) রাতে উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা ক্যাম্পের কর্তব্যরত সদস্যরা সীমান্তেন মেইন পিলার ৭৭৫ এর ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শুয়েরপাড় এলাকা থেকে ওই ৫ জনকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে বাংলাদেশী নগদ টাকা ২৪ হাজার ৪১০ টাকা, ভারতীয় ৯০ রুপি, ৫ টি স্মার্টফোন ও ৪ টি চার্জার জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত মনোয়ার হোসেন নামে পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি।


আটককৃতরা হলেন নীলফামারী জেলার ডোমার উপজেলার নন্দ কিশোর রায় (৪৫), পরিমল রায় (২১), নিত্যানন্দ রায় (২১), সঞ্জয় চন্দ্র (১৭) এবং শ্রী কল্যাণ রায় (২৪)।


আটককৃতদের বিরুদ্ধে বোদা থানায় অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবির পক্ষ থেকে মামলার একটি মামলা দায়ের করা হয়েছে।


নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)'র অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে এবং অত্যন্ত তৎপরতা প্রদর্শন করছে বলে জানান তিনি ।


বিবার্তা/বিপ্লব/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com