
নরসিংদীতে সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করার দাবিতে মানববন্ধন করেছে চাকুরি প্রার্থীরা।
৭ অক্টোবর, সোমবার বেলা ১১টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে শতাধিক চাকুরি প্রত্যাশী প্রার্থীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সেশনজটসহ নানা কারণে নির্দিষ্ট সময়ে ছাত্রজীবন শেষ হচ্ছে না। লেখাপড়া শেষ করার পর অনেকের সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা থাকছে না। এছাড়া বিভিন্ন কারণে নিয়োগ স্থগিত হওয়াসহ চাকুরিতে প্রবেশের সময়সীমা পার হয়ে যাচ্ছে। এতে অনেকেই চাকুরি না পেয়ে বেকারত্বের অভিশপ্ত জীবনযাপন করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারি চাকুরিতে প্রবেশের শেষ বয়সসীমা ৩০ বছর বৈষম্যের শামীল। অবিলম্বে সরকারি চাকুরিতে বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করে প্রজ্ঞাপনের দাবি জানান তারা।
বিবার্তা/কামরুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]