
দিনাজপরের হাকিমপুরের হিলিতে ৫ আগস্ট সাবেক মেয়রের বাড়িতে আগুনে পুড়ে নিহত ও সহিংসতার ঘটনায় হাকিমপুর থানায় রুজুকৃত হত্যা মামলার এজাহারভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
৬ অক্টোবর, রবিবার ভোর রাত থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হাকিমপুর থানার হত্যা মামলার এজাহার ভূক্ত আসামি উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের খাট্টা উছনা গড়িয়াল গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে মো. মোফাজ্জল হোসেন (৪৫)। আটক মোফাজ্জল হোসেন বোয়ালদাড় ইউনিয়ন আ'লীগের সহ-সভাপতি।
একই উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি গ্রামের মোস্তফা আলীর ছেলে আইয়ুব আলী (৪০)। আটক আয়ুব আলী ইউনিয়ন যুবলীগের সদস্য। এবং একই ইউনিয়নের আ. মালেক মন্ডলের ছেলে মো. রকিবুল ইসলাম রতন(৩৯)। আটক রাকিবুল ইসলাম রতন খট্রামাধবপাড়া ইউনিয়ন আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানান পুলিশ।
হাকিমপুর থানার এসআই ও হত্যা মামলার তদন্তকারী অফিসার মো. আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৫ আগস্ট হাকিমপুর হিলি পৌরসভার সাবেক মেয়রের বাড়িতে আগুন পুড়ে দুই জন শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় নিহত শিক্ষার্থী আসাদুজ্জামান সূর্যর বড় ভাই বাদী হয়ে গত ১৯ আগস্ট ২৩ জনের নামসহ অপরিচিত ৯০-১০০ জনের নামে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। হাকিমপুর থানা মামলা নং ০৭।
দিনাজপুর জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা ও হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সুজন মিয়া মহোদয়ের পরামর্শে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর রাত থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ইউনিয়ন আ'লীগের সহ-সভাপতি মামলার এজাহার ভূক্ত আসামি মো. মোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়।
পরে মামলার সাথে জড়িত এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম রতন ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদস্য আয়ুব আলীকে আটক করা হয়।
পরবর্তীতে থানায় রুজুকৃত হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ৩ জনকে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, হত্যা মামলার এজাহারভুক্ত দুইজন আসামিসহ এ পর্যন্ত আটজন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বিবার্তা/রব্বানী/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]