হাকিমপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১৪:৩২
হাকিমপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে হাকিমপুর থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি মো. সুজন মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় হাকিমপুর থানায় ওসির নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন- হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত জাহাঙ্গীর আলম,এসআই আরিফ হোসেন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি ডা. আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, যমুনা টিভির হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবির, সময় টিভির হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক, মাছরাঙ্গা টিভির হিলি প্রতিনিধি হালিম আল রাজী, ইনডিপেন্ডেট টিভির হিলি প্রতিনিধি সাজ্জাদ হোসেন, আর টিভির হিলি প্রতিনিধি আ. আজিজ, এখন টিভির হিলি প্রতিনিধি সোহেল রানা, গ্লোবাল টিভির হিলি প্রতিনিধি লুৎফর রহমান, মুভি বাংলা টিভির হিলি প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, একাত্তর টিভির হিলি প্রতিনিধি ছামিউল ইসলাম, রাইজিং বিডি দিনাজপুর জেলা প্রতিনিধি মোসলেম উদ্দিন, এশিয়ান টিভির হিলি প্রতিনিধি শাহিনুর ইসলাম।


এছাড়া আরও উপস্থিত ছিলেন- সময়ের আলো পত্রিকার হিলি প্রতিনিধি গোলাম রব্বানী, আমাদের সময় পত্রিকার হিলি প্রতিনিধি মিজানুর রহমান মিজান, যায়যায়দিন পত্রিকার হিলি প্রতিনিধি রমেন বসাক, সমকাল পত্রিকার হিলি প্রতিনিধি আবু মুসা মিয়া, ডেলটা টাইমস পত্রিকার হিলি প্রতিনিধি তাছির উদ্দিন বাপ্পি, আলোকিত সীমান্ত পত্রিকার হিলি প্রতিনিধি নুরুজ্জামান হোসেন, সাংবাদিক শামসুল আলম, সোহেল রানাসহ অনেকে।


এসময় সাংবাদিকরা হাকিমপুর (হিলি) সীমান্তবর্তী এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বিষয়ে তুলে ধরলে নবাগত অফিসার ইনচার্জ ওসি সুজন মিয়া ও হিলিকে শতভাগ মাদক মুক্ত করাসহ বিভিন্ন অপরাধ দমন করতে সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতার আহবান করেন। সাংবাদিক ও পুলিশ এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে সবকিছুই সম্ভব বলে জানান তিনি।


বিবার্তা/রব্বানী/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com