
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৈদ্যুতিক তার দিয়ে তৈরি ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) ভোররাতে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত আজিজুল হকের পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দরবস্ত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে খয়বার আলী নামের এক ব্যক্তি শুক্রবার রাতে তার জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক তারের সংযোগ দিয়ে ফাঁদ পেতে ধানক্ষেতের আইলে রাখে। শনিবার ভোররাতে সেখান দিয়ে জাল নিয়ে মাছ ধরতে যাওয়ার পথে সেই বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ আলীর মৃত্যু হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম. আছাদুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে
বিবার্তা/খালেক/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]