রাজবাড়ীতে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা কারাগারে
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ২৩:৩৯
রাজবাড়ীতে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা কারাগারে
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে চাঁদাবাজি, মারধরসহ একাধিক মামলায় বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচ্চুকে কারাগারে পাঠিয়েছে আদালত।


মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।


এর আগে এদিন দুপুরে রাজবাড়ী শহরে বিশেষ অভিযান চালিয়ে সেনাবাহিনীর একটি দল তাকে গ্রেপ্তার করে।


গ্রেফতারকৃত রফিকুল ইসলাম বাচ্চু বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।


স্থানীয় সূত্রে জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রফিকুল ইসলাম বাচ্চু এলাকায় চাঁদাবাজি, মারধরসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন।এমনকি নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক সমীর কান্তি বিশ্বাস ও তার হাতে লাঞ্ছনা শিকার হয়।


বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ওমর ফারুক নামে একজন ভুক্তভোগীর দায়েরকৃত চাঁদাবাজি মামলায় সেনাবাহিনী রফিকুল ইসলাম বাচ্চুকে রাজবাড়ী শহর এলাকা থেকে গ্রেপ্তার হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারধরসহ আরও ৩টি মামলা রয়েছে।


বিবার্তা/মিঠুন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com