হিলিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র বিতরণ ও নগদ অর্থ প্রদান
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১৭:৫৩
হিলিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র বিতরণ ও নগদ অর্থ প্রদান
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলা পরিষদ শিশু নিকেতন ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালের বিভিন্ন শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।


০১ অক্টোবর, মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ শিশু নিকেতন ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ২৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা, সনদ পত্র বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আওলাদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি অমিত রায়।


এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি লায়লা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুল আলম সহ অভিভাবক ও শিক্ষক বৃন্দ।


প্রধান অতিথি অমিত রায় বলেন, আজকের এই ক্ষুদে শিক্ষার্থীরা আগামী বাংলাদেশের কর্ণধার। একদিন তারাই এ দেশের নেতৃত্ব দিবে। তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আর এর জন্য শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আওলাদ হোসেন বলেন, আজকের সংবর্ধনা, সনদ পত্র বিতরণ ও নগদ অর্থ প্রদান আগামী দিনে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে অবশ্যই অনুপ্রেরণা যোগাবে। আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর দায়িত্ব পাওয়ার পর থেকে প্রতি বছর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদানের ব্যবস্থা করে থাকি। আগামীতেও এ ধরনের ব্যবস্থা চালু থাকবে ইনশাআল্লাহ।


বিবার্তা/রববানী/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com