
দিনাজপুরের হাকিমপুর হিলিতে জাতীয়তাবাদী বিএনপির হাকিমপুর হিলি পৌর শাখার ৩নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১ অক্টোবর, মঙ্গলবার রাতে বাংলাহিলি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে মাঠে পৌরসভার ৩ নং ওর্য়াড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান।
এমসয় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিনুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, সংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুগ্ন সম্পাদক জুয়েল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি রেজাউল কবির, পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রাজ, সদস্য সচিব আলী মুর্তুজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মিন্নুর রহমান সজল, উপজেলা যুবদলের, যুগ্ন আহবায়ক আরমান আলী প্রধান সহ অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. আনোয়ার হোসেন।
বক্তারা বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে ওর্য়াড বিএনপি প্রতিটা কাজে বাধাগ্রস্ত হয়েছে। ৫ আগস্ট দেশে শান্তি ফিরে এসেছে। এই কর্মী সম্মেলনে সকল নেতাকর্মীদের উপস্থিতি তা প্রমাণ করে দিচ্ছে।
তারা আরও বলেন, বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ঘরে বসে থাকার দিন শেষ। আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান করেন নেতাকর্মীরা।
বিবার্তা/রববানী/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]