ক্যান্সার আক্রান্ত লোকমানকে হাকিমপুর শুভ সংঘের অর্থ সহায়তা
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৪
ক্যান্সার আক্রান্ত লোকমানকে হাকিমপুর শুভ সংঘের অর্থ সহায়তা
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে ক্যান্সার রোগে আক্রান্ত লোকমান হাকিমের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা তুলে দিলেন বসুন্ধরা শুভ সংঘ হাকিমপুর উপজেলা শাখার সদস্যবৃন্দরা।


সোমবার (৩০ সেপ্টেম্বর) বসুন্ধরা শুভ সংঘ হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে সাপ্তাহিক হিলিবার্তা অফিসে তার পরিবারের সদস্যর হাতে এই নগদ অর্থ তুলে দেন দৈনিক কালের কণ্ঠ হিলি প্রতিনিধি ও বসুন্ধরা শুভ সংঘ হাকিমপুর উপজেলা শাখার উপদেষ্টা গোলাম মোস্তাফিজার রহমান মিলন।


এসময় বসুন্ধরা শুভ সংঘ হাকিমপুর উপজেলা শাখার সভাপতি তুহিন বাবু ও সাধারণ সম্পাদক খাদিজা আক্তার জুই, সিনিয়র সহ-সভাপতি মোস্তাকিন হোসেন, সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ইশরাত জাহান এশা, কোষাধ্যক্ষ মাহিন ইসলাম, সমাজ কল্যান সম্পাদক রীতি রানী সূত্রধর, নারী বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা আঞ্জু ও সাবেক সাধারণ সম্পাদক নাসিম বাবুসহ অনেকে উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, লোকমান হাকিম ভ্যানে করে পেয়ারা বিক্রি করতেন।


লোকমান হাকিমের স্ত্রী জানান, আমাদের বাড়ি ভিটা ছাড়া আর কোন জায়গা জমি নেই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আমার স্বামী। তিনিও এক বছর ধরে অসুস্থ থাকায় বর্তমানে উপার্জন বন্ধ হওয়ায় আমরা মানবতার জীবনযাপন করতেছি। এক দিকে আমার স্বামীর চিকিৎসার খরচ অন্যদিকে আমার ছোট মেয়ের পড়াশনাও মনে হয় বন্ধ হয়ে যাবে। ইনকাম করার মানুষ না থাকিলে কিভাবে আমার মেয়ে পড়াশোনা করবে। বগুড়ার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মোতাবেক আমার স্বামীকে পুরোপুরি সুস্থ করতে প্রায় ৮/১০ লক্ষ টাকা লাগবে বলে জানান। কিন্ত আমি এত টাকা কই পামু বাবা। কিছুদিন আগে সাংবাদিকেরা আমার স্বামীর চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের জন্য সংবাদ প্রকাশ করেছেন। তারপর আজকে আমাকে ডেকে আমার স্বামীর চিকিৎসার জন্য টাকা দিলেন। গতকাল রাতে শুনে আমি খুব খুশি হয়েছি। বসুন্ধরা শুভ সংঘ আমাদের পাশে দাড়িয়েছেন। আমি বসুন্ধরা শুভ সংঘ ও বসুন্ধরা গ্রুপের সকলের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের ভালো করেন।


দৈনিক কালের কণ্ঠের হিলি প্রতিনিধি ও বসুন্ধরা শুভ সংঘ হাকিমপুর উপজেলা শাখার উপদেষ্টা গোলাম মোস্তাফিজার রহমান মিলন বলেন, ক্যান্সার রোগে আক্রান্ত লোকমান হাকিমের অর্থের অভাবে চিকিৎসা শুরু করতে পারছে না পরিবার। এমন সংবাদ পত্রিকায় প্রকাশিত হওয়ার পর বসুন্ধরা শুভ সংঘ হাকিমপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোস্তাকিন হোসেনকে নিদের্শ দেই পরিবারটির খোঁজ খবর নেওয়ার জন্য। বসুন্ধরা শুভ সংঘ হাকিমপুর উপজেলা শাখার সদস্যরা প্রতিনিয়ত পরিবারটির খোঁজ খবর নিয়েছে। আজ সোমবার লোকমান হাকিমের চিকিৎসা করার জন্য বসুন্ধরা শুভ সংঘ হাকিমপুর উপজেলা শাখার সদস্যরা লোকমান হাকিমের মেয়ের হাতে নগদ অর্থ তুলে দিয়েছে। আমি দেশবাসীসহ সমাজের দানশীল ব্যক্তি ও প্রবাসী ভাইদের কাছে আহবান জানাচ্ছি লোকমান হাকিমের চিকিৎসার জন্য সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।


বিবার্তা/রববানী/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com