হিলিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৮
হিলিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় ২০২৩-২০২৪ অর্থ বছরে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির ৩য় ও ৪র্থ কিস্তির বরাদ্দ থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।


৩০ সেপ্টেম্বর, সোমবার বিকেল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে উপজেলা নিবার্হী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে এসব বিতরণ করা হয়।


বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুল আলম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, আদিবাসী চেয়ারম্যান রুপলালসহ আদিবাসী শিক্ষার্থী ও অভিভাবকরা।


হাকিমপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা জানান, সরকারি নির্দেশনা মোতাবেক উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৫৮ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল ১০ জনকে, প্রাথমিক শিক্ষার্থী ১০০ জনের প্রত্যকে ২৫০০ টাকা, ৩২ জন মাধ্যমিক শিক্ষার্থীকে প্রত্যকে ৬০০০ টাকা এবং উচ্চ মাধ্যমিক ১৬ জনকে প্রত্যকে ৯৫০০ টাকার নগদ অর্থ বিতরণ করা হয়।


বিবার্তা/রববানী/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com