
কুড়িগ্রামের চিলমারীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আক্কাস আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আক্কাস ওই এলাকার ইসলাম মিয়ার ছেলে।
৩০ সেপ্টেম্বর, সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের কিসামত বানু খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে কদম গাছের ডাল কাটতে যান আক্কাস আলী। এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে গাছেই ঝুলছিল তার দেহ। ঝুলন্ত অবস্থায় মারা যান তিনি। পরে আশেপাশের লোকজন গাছের উপর থেকে তাকে নিচে নামিয়ে আনেন।
বিষয়টি নিশ্চিত করেছেন থানাহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মহল্লাদার সুমন মিয়া।
বিবার্তা/রাফি/এনএইচ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]