হিলিতে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:১১
হিলিতে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে আসন্ন শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরির্দশন ও পূজা কমিটির নেতাদের সাথে মতবিনিময় সভা করেন বিএনপির নেতাকর্মীরা।


২৯ সেপ্টেম্বর, রবিবার বিকেলে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজলার বিভিন্ন পূজা মণ্ডপ পরির্দশন করেন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


পরে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে পৌর শহরের ১নং ওয়ার্ড চন্ডিপুর পূজা মন্ডপে পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস রেজা বিপুল, হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারন সম্পাদক নাজমুল হক, সংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর ও চন্ডিপুর সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি অলক কুমার বসাক মিন্টু, গোহাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি জনার্দন চন্দ্র, গণেশ চন্দ্রসহ আরও অনেকে।


এসময় বিএনপি নেতারা বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা। পূজাতে তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষ্য হাকিমপুর উপজেলা, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাজ করবেন।


বিবার্তা/রববানী/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com