
ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ মামুনুর রশিদ (৪৬) নামে এক অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু হয়েছে।
২৭ সেপ্টেম্বর, শুক্রবার কারাগারে সকাল ৭ টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সকাল ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী নাজমুল হাসান জানান, মামুনুর রশিদ কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে কারাবন্দি ছিলেন, তবে কোন মামলায় আসামি ছিলেন সেটা আমরা বলতে পারি না। তার কয়েদি নং ৪৩৭২/ এ, তার পিতার নাম সেলিম ইব্রাহিম। তার বাড়ি নারায়ণগঞ্জ সদর পশ্চিম মাজদাইর এলাকায়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]