
ঢাকার ধামরাইয়ে চটপটি খাওয়াকে কেন্দ্র করে থাপ্পড় মারায় মাহবুবুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকায় এ ঘটনা ঘটে। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চটপটি খাওয়া নিয়ে তর্ক-বিতর্কের জেরে মারামারি বাঁধে দুইজনের মধ্যে। মারামারির একপর্যায়ে তার মৃত্যু হয়। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মাহবুবুর রহমান ধামরাই সদর ইউনিয়নের স্বর্ণখালী এলাকার বাসিন্দা। অভিযুক্ত বজলু ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকার বাসিন্দা। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
বিবার্তা/বাশার/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]