
মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পানিতে তলিয়ে যাওয়া বাবা-মেয়ের লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাবা ব্যবসায়ী মো. মহিদুর রহমান (৫০) এবং তার ১২ বছরের মেয়ে রাফসা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পৌঁনে ৯টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে ধলেশ্বরী নদীর খেয়া ঘাট থেকে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়। নিহত বাবা-মেয়ে চর নয়াবাড়ী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মেয়েকে নদীতে সাঁতার শেখানোর সময় রাফসা পানিতে তলিয়ে যায়। বাবাও তাকে উদ্ধারে ঝাঁপ দিলে নিখোঁজ হয়ে যান।
সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইস্তিয়াক আহমেদ জানান, এ ঘটনায় ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা সারাদিন চেষ্টা চালালেও তাদের লাশ উদ্ধার করতে পারেনি। আজ সকালে স্থানীয়রা নদীর বিপরীত পাশে প্রায় কাছাকাছি অবস্থায় লাশ দুটি দেখে উদ্ধার করেন। নিহতদের পরিবারে বইছে শোকের মাতম।
বিবার্তা/হাবিবুর/রোমেল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]