
রাজবাড়ির গোয়ালন্দে সুশীল কুমার বিশ্বাস (৫৮) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে গোয়ালন্দ উপজেলার ছোট ভল্কা ইউনিয়নের কেউটিল গ্রামের মনিন্দ্র নাথ সরকারের ছেলে।
২২ সেপ্টেম্বর, রবিবার সন্ধ্যার দিকে কাটাখালি মোড় এলাকায় তাকে হত্যা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
নিহতের ভাই সুনিল কুমার সরকার বলেন, আমি প্রাথমিকভাবে কিছু জানতে পারিনি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়রা বলেন তোর ভাইয়ের সাথে গোন্ডগোল হচ্ছে। আমি দ্রুত সেখানে গিয়ে দেখি আমার ভাইকে গলা কাটা হয়েছে। গলাকাটা ছাড়াও তার পেটে কোপ দেওয়া হয়েছে। দ্রুত হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.শরিফুর ইসলাম বলেন, সন্ধ্যা ৭টার দিকে নিহতের ভাই সুনিল কুমার সরকার তার ভাইকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আসার আগেই তিনি মারা গেছেন।
গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে হসপিটালে এসেছি। কি কারণে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে সেটা এখনো জানা যায়নি। তবে তার বিরুদ্ধে অস্ত্র ও হত্যাসহ ৫টি মামলা রয়েছে।
বিবার্তা/মিঠুন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]