
রাজবাড়ীতে আদিবাসী ও জুম্মু সম্প্রদায়ের উপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম রাজবাড়ী জেলা শাখা।
২২ সেপ্টেম্বর, রবিবার বিকালে বাংলাদেশ আদিবাসী ফোরাম রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে আদিবাসীরা।
এসময় বক্তারা বলেন, খাগড়াছরি ও রাঙ্গামাটিতে আদিবাসী জুম্মুদের উপর সাম্প্রদায়িক হামলা, ঘরবাড়ি, ব্যবসায় প্রতিষ্ঠান,পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদের অফিসে অগ্নিসংযোগ লুটপাট ও খাগড়াছরি সদরে আদিবাসী হত্যার প্রতিবাদে জড়িতদের শাস্তির দাবিসহ বিভিন্ন দাবীদাওয়া তুলে ধরে বক্তৃতা করেন। দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে কঠোর কর্মসূচির দেওয়ার ঘোষণা দেন তারা।
বাংলাদেশ আদিবাসী ফোরাম রাজবাড়ী জেলা শাখার সভাপতি আরকে সরকার, দলিত ও জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সভাপতি অরুন কুমার সরকার ,বাংলাদেশ আদিবাসী ফোরাম রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি অশোক রায়, সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, সদর উপজেলা সাধারণ সম্পাদক অশোক রায় প্রমুখ।
বিবার্তা/মিঠুন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]