
রাজশাহীর রেলওয়ে স্টেশন থেকে হেরোইনসহ জমসেদ ওরফে নওসাদ ওরফে নাসা (৫৬) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
২০ সেপ্টেম্বর, শুক্রবার গভীর রাতে রাজশাহী র্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদককারবারি জমসেদ ওরফে নওসাদ ওরফে নাসা (৫৬) গোদাগাড়ীর চরআষাড়িয়াদহ এলাকার মৃত আজিজুল হকের ছেলে।
র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল জানতে পারে মাদককারবারি নাসা হেরোইন নিয়ে ঢাকায় যাওয়ার জন্য রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রীবেশে অবস্থান করছে। এসময় র্যাব তার গতিবিধি লক্ষ্য করে শুক্রবার রাত ১টার দিকে অভিযান চালায়।
এসময় নাসাকে গ্রেফতার করে র্যাব। পরে তার কাছে তল্লাশি চালিয়ে ২শ’ গ্রাম হেরোইন উদ্ধার হয়। নাসা একজন চিহ্নিত মাদককারবারি বলে জানিয়েছে র্যাব। তাকে রেলওয়ে পাকশি থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
বিবার্তা/বাবর/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]