
রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।
১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বেলা ১২টায় পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা প্রদানের বিষয়ে খোঁজ-খবর নেন। এছাড়াও তিনি সকলের কথা মনোযোগের সহিত শোনেন ও বিভিন্ন ধরনের দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।
পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল বলেন, ‘ইউনিয়নের উন্নয়নেই দেশের উন্নয়ন। চেয়ারম্যান ও ইউপি সদস্যরা এলাকার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করবেন। পাশাপাশি এই ইউনিয়নে জনসাধারণের ভোগান্তি লাঘবে দ্রুততম সময়ে সব ধরনের সেবা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন।’ এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল কালাম আজাদ।
এরআগে তিনি প্রধান অতিথি থেকে নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে বইপড়া কর্মসুচির কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রমানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পবা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মজিবর রহমান।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, নবম শ্রেণির ফারহান ইশরাক রাফিয়া, সাদিয়া সুলতানা ও তাসনিম হাবিবা। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক শাহজাহান আলী ও শিক্ষক সামেরুল ইসলাম, শিক্ষক হাবিবুর রহমান, শিক্ষক আব্দুস সামাদ খান, সেলিমুর রহমান, জাইদুর রহমান, আব্দুল মতিন, তারিকুল ইসলাম, শাহীন আলী, জেসমনি আফরোজ প্রমুখ।
বিবার্তা/মোস্তাফিজুর/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]