টুঙ্গিপাড়ায় ১৬১ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:১০
টুঙ্গিপাড়ায় ১৬১ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় টুঙ্গিপাড়া থানায় ১৬১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।


১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সভাপতি মুক্তার হোসেন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।


এ মামলায় টুঙ্গিপাড়া উপজেলার কুশলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলায়েত হোসেন সর্দারসহ ৬১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০০ জনকে।


মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় তার গ্রামের বাড়িতে আসার কর্মসূচি ছিল। ঐদিন বিকাল চারটায় তার গাড়ি বহর গোপালগঞ্জের ঘোনাপাড়া পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করে। পরে তিনি আহত হয়ে ঢাকা ফিরে যান। টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া ফেরার পথে কুশলী নামক স্থানে আসামিরা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে হামলা চালায়।


টুঙ্গিপাড়া থানার অফিসার ইন চার্জ খন্দকার আমিনুর রহমান মামলা দায়েরের কথা স্বীকার করে বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ আসামিদের গ্রেফতার অভিযান শুরু করেছে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com