‘আমার প্রথম দায়িত্ব ফেনীবাসীর নিরাপত্তা নিশ্চিত করা’
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৬
‘আমার প্রথম দায়িত্ব ফেনীবাসীর নিরাপত্তা নিশ্চিত করা’
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, আমার প্রথম দায়িত্ব হচ্ছে ফেনীবাসীর নিরাপত্তা নিশ্চিত করা। এজন্য আমি পুলিশ সুপার হিসেবে আমার টিমের সকল সদস্যদের নিয়ে ফেনী জেলার সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।


মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে শহরের পুলিশ সাইন্সের ড্রিল শেডে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


নবাগত পুলিশ সুপার আরও বলেন, আমরা রাষ্ট্রের আইন ও বিধিবিধানের মধ্যে ‍দিয়ে ফেনীর মানুষকে সম্মান জানাতে ও সম্মান রাখতে চাই। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। পুলিশ এবং সাংবাদিকদের কাজে অনেক মিল রয়েছে। তাই আমরা সাংবাদিকদের সাথে সমন্বয় করে জনকল্যাণে কাজ করবো।


এছাড়া জেলার আইনশৃঙ্খলা রক্ষা, জঙ্গিবাদ, মাদক নিয়ন্ত্রণ, সাইবার কিলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, যানজট নিরসন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জন করে পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


বিবার্তা/মনির/রোমেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com