
ঢাকা কলেজের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিয়াম (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
১৬ সেপ্টেম্বর, সোমবার দুপুর সাড়ে বারোটায় এ ঘটনা ঘটে। আজিমপুরের ফয়জুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগে পড়ত সে।
জানা যায়, আজ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মাদ্রাসা বন্ধ থাকায় ঢাকা কলেজের মাঠে খেলতে আসে আজিমপুরের ফয়জুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীরা। খেলা শেষে দুপুর ১২টার পরে পুকুরে গোসল করতে নামে তারা। এ সময় হেফজ বিভাগের শিক্ষার্থী সিয়াম পানিতে তলিয়ে যায়। সঙ্গীরা চেষ্টা করেও তাকে আর উদ্ধার করতে পারেনি।
বিষয়টি কলেজ প্রশাসনের নজরে আসার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতা চাওয়া হয়। ডুবুরি দল এসে পানির নিচ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে নিউমার্কেট থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১২ সেপ্টেম্বর ঢাকা কলেজের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যান রাশিদুল হাসান ইমন নামের এক শিক্ষার্থী। তিনি রাজধানীর বনশ্রী আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র ছিলেন। বন্ধুদের সঙ্গে রামপুরা বনশ্রী থেকে ঢাকা কলেজে বেড়াতে এসে পুকুরে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থীর মৃত্যুর পর বহিরাগতদের পুকুরে গোসল করার ব্যাপারে কড়াকড়ি আরোপ করে কলেজ প্রশাসন। তবে, এই নজরদারি বেশিদিন থাকেনি।
বিবার্তা/বুলবুল/জেনি/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]