
সাভারে রাকিব হাওলাদার নামের এক যুবকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ করার অভিযোগ করেছে এক ভুক্তভোগী নারী।
১৬ সেপ্টেম্বর, সোমবার আশুলিয়া প্রেসক্লাবের হল রুমে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী নারী বলেন, প্রথমে তার সাথে টিকটকের মাধ্যমে রাকিবের পরিচয় হয়। পরে রাকিব তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। কিন্তু এক পর্যায়ে তিনি জানতে পারেন প্রেমিক রাকিব বিবাহিত। রাকিবের বিবাহের কথা জানতে পেরে তাকে বিয়ে করার জন্য চাপ দেন তিনি। এতে লম্পট রাকিব ক্ষিপ্ত হয়ে তাকে ভয়ভীতি ও হত্যার হুমকি দেন বলে দাবি করেন তিনি। এ ঘটনায় বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোন বিচার পাচ্ছেন না বলেও অভিযোগ করেন এই ভুক্তভোগী নারী।
উল্লেখ্য, অভিযুক্ত রাকিবের গ্রামের বাড়ি ভোলার উত্তর দীঘলদী। সে বর্তমানে আশুলিয়ার বাইপাইল এলাকায় বসবাস করছে।
বিবার্তা/শরিফুল/জেনি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]