রাজশাহীতে চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৯
রাজশাহীতে চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীতে অবৈধ দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর লক্ষীপুর মোড়ে শিক্ষার্থী ও জনতার ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ।


মানববন্ধনে বক্তারা বলেন, রাজপাড়া থানার চন্ডিপুরের যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলের ব্যবসায়ী সহযোগী নাঈমুর রহমান দুর্জয়সহ কয়েকজন লক্ষীপুর মোড়ে গত মঙ্গলবার সন্ধ্যায় বিভিন্ন দোকানে গিয়ে বিদ্যুত বিলের নামে অতিরিক্ত টাকা আদায় করছিলেন। এসময় স্থানীয় জনতাকে সাথে নিয়ে তাদের আমরা প্রতিহত করি। এরপর তাঁরা রাজপাড়া থানায় আমাদের নামে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে অথচ আমরা শিক্ষার্থী এবং সাধারণ মানুষ তাদের এই চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। উল্টো এখন আমাদের নামে অভিযোগ করা হলো।


মানববন্ধনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিসান বলেন, আমরা শিক্ষার্থীরা সবরকমের অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছি সবসময়। দেশ সংস্কারের দায়িত্ব কাঁধে নিয়েছি অথচ চাঁদাবাজি বন্ধ করতে গিয়ে আমাদের নামে অভিযোগ করা হলো। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।


বিবার্তা/মোস্তাফিজুর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com