
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন,তরুণ সমাজ, ছাত্র-জনতা জীবন বিসর্জন দিয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঘটিয়েছে। সেই জায়গা থেকে সন্ত্রাস-চাঁদাবাজি সহ সকল অন্যায়কে প্রতিহত করতে ছাত্ররা সোচ্চার থাকবে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, টাঙ্গাইলে এসে যে ব্যানারটি আমার চোখে পড়েছে তা হলো টাঙ্গাইল সদর ভূমি অফিস। সেখানে টাকা ছাড়া কোনো কাজ হয় না বলে জানতে পেরেছি। এখন থেকে এসব হবে না বলে তিনি ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ারি দেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন, মোবাশিরুউজ্জামান হাসান, মিতু আক্তার, রাকিবুল হাসান, রফিকুল ইসলাম আইনী, ইলমা খন্দকার এ্যানী প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন, স্থানীয় সমন্বয়ক ইফফাত রাইসা নূহা। এদিন দুপুরে সমন্বয়ক সারজিস আলম টাঙ্গাইলে এসে শহরের কুকুদিনী কলেজ সংলগ্ন একটি কোচিং সেন্টারে বসে স্থানীয় সমন্বয়কদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন।
বিবার্তা/ইমরুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]