
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন মেরিনা খাতুন (৩৫) নামের এক গৃহবধূ।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে একে একে পাঁচটি ছেলেশিশুর জন্ম দেন তিনি। পাঁচ নবজাতক ও মা সবাই সুস্থ রয়েছেন।
ওই গৃহবধূর স্বামীর নাম আবদুল মজিদ (৪০)। তাদের বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামে। আব্দুল মজিদ বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। বছর খানেক আগে তিনি ছুটিতে দেশে আসেন। সম্প্রতি তিনি ছুটি শেষে মালয়েশিয়াতে ফিরে যান। সন্তান জন্মের খবরে তিনি দ্রুত দেশে ফেরার চেষ্টা করছেন বলে জানান স্বজনরা।
ওই দম্পতির এর আগে দুই মেয়ে সন্তান রয়েছে। তাদের একজনের নাম সুমাইয়া (১০), আরেকজনের নাম সুরাইয়া (৬)।
পাঁচ নবজাতকের জন্মের বিষয়ে রামেক হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক নিলুফার শারমিন বলেন, বুধবার বেলা ১১টার দিকে প্রসূতি মেরিনাকে তার স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসেন। এরপর সেখান থেকে ওয়ার্ডে পাঠানো হয়। প্রসূতির অবস্থা অস্বাভাবিক দেখে তাকে দ্রুত ওটিতে নেওয়া হয়। সেখানে সিজার করে একে একে ৫টি নবজাতককে ভূমিষ্ঠ করানো হয়।
বাচ্চাদের মধ্যে দুটি ১ কেজি ২০০ গ্রামের, দুটি ১ কেজি ৩০০ গ্রামের আর ১টি ১ কেজি ওজনের বলে জানান তিনি।
এদিকে মেরিনার পাঁচ সন্তান জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়লে রামেক হাসপাতালের অন্যান্য ওয়ার্ড থেকেও রোগীর স্বজনরা ভিড় জমান।
বিবার্তা/রানা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]