নরসিংদীর পলাশে
বাজার পরিচালনা নিয়ে শিক্ষার্থী ও বিএনপির সংঘর্ষ, আহত ২০
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৮
বাজার পরিচালনা নিয়ে শিক্ষার্থী ও বিএনপির সংঘর্ষ, আহত ২০
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে হাট-বাজার পরিচালনা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনায় ২০ জন আহত হয়েছে।


মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত ৫ জনকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


আহতরা হলো ঢাকার উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী সায়মুন রসুল শান্ত, পলাশ থানা সেন্ট্রাল কলেজের শিক্ষার্থী ইয়াছিন মৈসান, নরসিংদী সরকারী কলেজের শিক্ষার্থী নূর মোহাম্মদ নিহাদ, পলাশ শিল্পাঞ্চাল কলেজের শিক্ষার্থী আশরাফুল ইসলাম তানিম, চরসিন্দুর এলাকার শিক্ষার্থী আরিফুল ইসলাম।


এলাকাবাসী জানায়, গত কয়েকদিন ধরে চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর বাজারে কলার হাট ও পশুর হাট পরিচালনা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে ইউনিয়নের বিএনপির কিছু নেতাকর্মীদের বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার সাপ্তাহিক হাট চলাকালীন শিক্ষার্থীরা হাটে অবস্থান নেয়। পরে সন্ধ্যার পর বিএনপির শতাধিক নেতাকর্মী হাটে অবস্থান নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দু’পক্ষের অন্তত ২০ জন আহত হয়। গুরুত্বর আহত কয়েকজনকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


আহত ঢাকার উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী সায়মুন রসুল শান্ত গাজী জানান, বিএনপির কিছু নেতাকর্মী অবৈধভাবে হাটবাজারে চাঁদা তুলতো। এতে আমরা তাদের বাধা দিলে তারা চাঁদা তোলা বন্ধ করে দেয়। কিন্তু মঙ্গলবার সাপ্তাহিক হাট চলাকালীন শতাধিক বিএনপির নেতাকর্মী পুনরায় বাজারে এসে চাঁদা তুলতে এলে আমাদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৫ জন শিক্ষার্থী আহত হয়।


পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। তবে এলাকার বাহিরে থাকায় কি কারণে এই ঘটনা তা জানতে পারিনি। ঘটনা জেনে আপনাদের বিস্তারিত পরে জানানো হবে।


পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকতিয়ার উদ্দিন জানান, সাপ্তাহিক হাট পরিচালনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


বিবার্তা/কামরুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com